
কই থাকে এই সুন্দরী? বাঙালি না,শিওর। আমেরিকান। যেখানেই থাকুক,খুঁইজ্যা বাইর করুমই। আমি বদ্ধপরিকর। অর্ধবছর পর বুদ্ধি একটু পরিপক্ক হইলে বুঝতে পারলাম,আসলে এই মাইয়ার আমার সমান একটা বাচ্চাও থাকতে পারে।
কলেজে মাত্র উঠছি। তখনো মেয়েদের ধারে কাছেও নাই। টুকটাক হাই হ্যালো চলে। হঠাৎ একদিন লোকিদার বগল হইতে আমার জন্য একখান বইয়ের উদয় হইলো। 'হেনরী রাইডার হ্যাগার্ডে'র "শী" আর "রিটার্ন অব শী" এর যুগল বই। আমার জীবনের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর একটা।
এবারও মাথায় হাত। এই মাইয়াও মাইরা দিছে আমারে। উপন্যাসের নায়িকার বর্ণনার সাথে শতের অধিক মিল বিদ্যমান। কভার ফটো আর উপন্যাস মিলায়া তিনদিন ঘোরের মধ্যে ছিলাম,নাওয়া-খাওয়া বন্ধ।
দুঃখের বিষয় প্রথম প্রেম "হ্যাকার" বইটা এক বরিশাইল্যা ফ্রেন্ড নিয়া পড়ছিলো। বলছিলাম,'যা ইচ্ছা কর। বইয়ের একটা পৃষ্ঠা ভাঙলে খবর করমু।' কিন্তু বন্ধু আমার পৃষ্ঠা রক্ষার্থে গিয়া নিজের অজান্তে কভার পেজেই স্ক্র্যাচ ফালাইছে। আমার প্রেমিকার মুখে দাগ...!! আবারও তিনদিন নাওয়া-খাওয়া বন্ধ।
আমাদের যুগটা নব্বইয়ের দশকের। ইন্টারনেট ছিলোনা। বছর দুয়েক আগে ইন্টারনেট আমারে কইলো,প্রথম প্রেমের মাইয়া হইতেছে 'Twilight' ছবির নায়িকা 'Kristen Stewart' আর দ্বিতীয় প্রেমিকা 'Ellipse C Weaver' এর 'Pirate Bride' বইয়ের অজানা সুন্দরী।
যাই হোক,আমার মত হাজার হাজার ছেলে-বাচ্চাদের "সেবা প্রকাশনী" যা দিয়েছে তা বর্তমান কিশোরদের কল্পনাতীত। এখনও নিয়মিত সেই প্রকাশনীর ধারেই ঘুরাঘুরি করি। পুরাতন প্রেমিকাদের খুঁজি।
ভাগ্যিস,আমাদের কৈশোরে ফটোশপের কারসাজি বুঝতাম না..!!
2020 escape titanium, gold rush and best gold rush slots
ReplyDelete› 2020-escape-t › 2020-escape-t Jan 6, 2020 — titanium flask Jan 6, 2020 titanium nitride gun coating Here you'll titanium teeth find 2020 escape titanium, gold rush and best gold rush slots here. Newest Bonus Features. apple watch series 6 titanium Play as a polished titanium